ডেস্ক রিপোর্টার,৬অক্টোবর।।
মহালয়ার পূর্ণলগ্নে ভোটের রঙ্গ মঞ্চে আরো এক ধাপ এগিয়ে গেলো তৃণমূল কংগ্রেস। ঘোষণা দিলো স্টেট স্টিয়ারিং কমিটির। দলের ব্যাটন তুলে দেওয়া হলো লড়াকু নেতা সুবল ভৌমিকের হাতে।তাকে করা হলো প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক। আপাতত মোট ১৯জনের স্টিয়ারিং কমিটির ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস।তাতে ১৪ জন পুরুষ ও ৫ জন মহিলা। ঘোষিত কমিটিতে সকল বর্ণের এবং ধর্মের মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। – সাধারণ শ্রেণির ৯ জন সদস্য, ওবিসি এবং এসটি সম্প্রদায়ের ২ জন প্রতিনিধি ৩ জন করে এসসি এবং সংখ্যালঘু (মুসলিম) সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে।রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক করা হয়েছে সদ্য কংগ্রেস ত্যাগ করা নেতা বাপটু চক্রবর্তীকে। যুব তৃণমূল কমিটিতে জায়গা পেয়েছেন ৯জন পুরুষ এবং ২ জন মহিলা। এই কমিটিতে ৫ জন জেনারেল,২ জন ওবিসি এবং এসটি সম্প্রদায়ের, ১ জন এসসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।এই কমিটি নিয়েও তৃণমূলের অন্দর মহলে চলছে গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *