তেলিয়ামুড়া ডেস্ক,২৭ সেপ্টেম্বর।।

ফের ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিল প্রত্যন্ত এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার নুনাছড়া এডিসি ভিলেজে। বর্তমানে তিনজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এখনো বিনা চিকিৎসায় এই ভিলেজের বিভিন্ন এলাকায় জনজাতি মানুষেরা অসুস্থ হয়ে গৃহবন্দী।
এই মরশুমে জল বাহিত বিভিন্ন রোগের পাশাপাশি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সংশ্লিষ্ট পাহাড়ী জনপদ গুলিতে। এই বছরও জল বাহিত বিভিন্ন রোগের পাশাপাশি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে নুনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন এলাকায়। বিশেষ করে কর্ণরাম, গদাইমংকুরুই, প্রজা বাহাদুর মলমুম, দত্ত মলমুম, সহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এই জ্বরে ম্যালেরিয়া রোগের সম্ভাবনা রয়েছে অনেকাংশেই। এই ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া তিনজন মহিলা জ্বরে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। পরে পরিবারের লোকেরা পনেরশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করে গয়াধন মলসম, খানতরি মলসম সহ আরেকজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের রক্তের নমুনা পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনজনে শরীরেই ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। সঙ্গে সঙ্গেই তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
এদিকে নুনাছড়া এডিসি ভিলেজের জনজাতি গিরি বাসীরা স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়ার জন্য বিগত কয়েক বছর পূর্বে প্রজা বাহাদুর মলসম পাড়াতে একটি স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়। এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসকদের দেখা পাওয়া যায়না।
ফলে সামান্য রোগে আক্রান্ত হলেও চিকিৎসকের অপ্রতুলতার কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় গিরিবাসীদের।এমনই অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *