ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার  সকালে আগরতলা রেল স্টেশন থেকে ১২০৯৭/ ১২০৯৮ নম্বর আগরতলা-জিরিবাম – আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের মণিপুরের খোসাং পর্যন্ত সম্প্রসারিত এবং ০২৫ ১৮/০২৫ ১৭ নম্বর গুয়াহাটি -কলকাতা -গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের আগরতলা পর্যন্ত সম্প্রসারিত দুটি যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করেন।



আগরতলা রেল স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা উপস্থিত ছিলেন।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক মিমি মজুমদার, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা রাষ্ট্রপতিকে রাজ্যের ঐতিহ্যবাহী রিসা পরিয়ে দেন ও তাঁর হাতে একটি স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠান পর্বের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের ভিস্টাডোম কোচটি ঘুরে দেখেন। তাছাড়াও অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *