ডেস্ক রিপোর্টার,১৮ আগস্ট:
আইপেক ইস্যু কেন্দ্র করেই আচমকা সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আইপেকের সদস্যদের আটক করেও রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে “আন্দোলনে”র জমি তৈরি করে দিয়েছে। নয়তো এত তাড়াতাড়ি তৃণমূল রাজ্যে এসে প্রভাব বিস্তার করতে পারতো না।একে বারেই মেঘ না চাইতেই যেন বৃষ্টি।
রাজ্যে তৃণমূল কংগ্রেস মাথা চাড়া দিতেই প্রধান বিরোধী দল সিপিআইএম সহ কংগ্রেস আন্দোলনমুখী হয়ে যায়।এর পেছনে দুইটি কারণ। প্রথমত,তৃণমূল কংগ্রেস ডাল পালা মেলে ধরলে ক্ষতি হবে কংগ্রেস-সিপিআইএম উভয় দলের।তাদের ভোট ব্যাংকেও টান দিবে তৃণমূল।এটা তো একটা আশঙ্কার কথা।মূলত এই জন্যই উভয় রাজনৈতিক দল নিজেদের কর্মী-সমর্থকদের ধরে রাখার জন্য মেনে গেছে ময়দানে।
দ্বিতীয়ত, এতদিন ধরে বিজেপির রক্ত চক্ষুর ভয়ে কংগ্রেস-সিপিআইএম কোনো রাজনৈতিক দলই তাদের সাংগঠনিক কার্যকলাপ করতে পারতো না।কাতারে কাতারে শহর-গ্রামে বন্ধ কমিউনিস্টদের কার্যালয়।একই অবস্থা কংগ্রেসের।তারা তো অফিসই তৈরি করতে পারেনি।স্বাভাবিক ভাবেই বিরোধীরা ছিলো চাপে।তৃণমূল কংগ্রেস রকেট গতিতে আছড়ে পড়ছে রাজ্যে।তারা শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে।তাতে অবশ্যই হাপ ছেড়ে বাঁচে কংগ্রেস-সিপিআইএম’র বিরোধী দলগুলো।তৃণমূল মাঠে নামতেই সক্রিয় হয়ে যায় কংগ্রেস। পিছিয়ে নেই সিপিআইএম।গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট লোকজন নিয়ে সাংগঠনিক কাজ কর্ম শুরু করে দিয়েছে উভয় রাজনৈতিক দল।বাস্তব অর্থে ত্রিপুরার কংগ্রেস-সিপিআইএমকে এই শিক্ষা দিয়েছে তৃণমূলই
এতদিন বিরোধী শূন্য ত্রিপুরায় সুখে সংসার করছিলো বিজেপি।তারা ধরেই নিয়েছিল রাজ্যে কোনো বিরোধী শক্তি থাকবে না। আসন্ন পুর নিগম নির্বাচন, পুর ও নগর সংস্থার নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নেবে।কিন্তু বিজেপির এই সুখের সংসারে এখন কালো বিড়াল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস।মাত্র কয়েকদিনেই বিজেপির মাথা হেট করে দিয়েছে তৃণমূল।ঘাসফুলের হাতে গুনা কর্মী সমর্থকদের আটকাতেই হিমশিম খাচ্ছে বিজেপি। আর তৃণমূল আরও ফুলে ফেঁপে উঠলে তো কথাই নেই।বিজেপির অবস্থা যে আরো খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না।
রাজনীতিকরা বলছেন, তৃণমূল কংগ্রেসের এখনো নেই প্রচুর জনবল।কিন্তু শাসক দল সহ প্রশাসনের কার্যকলাপের বিনা লড়াইয়ের জমি পেয়ে গেছে তৃণমূলমূল।আগামী এক মাস এই ভাবে চলতে থাকলে পরিস্থিতি আরো বেগতিক হয়ে উঠবে। বিজেপির বিপদের কারণ হয়ে দাঁড়াবে তৃনমূল। একই সঙ্গে সিপিআইএম’র মাঠে নামবে কোমড় বেঁধে।সব মিলিয়ে বলা চলে বিজেপির সুখের সংসারে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিলো তৃণমূল কংগ্রেস।
