
স্পোর্টস ডেস্ক,৩০ জানুয়ারি।।
ব্রোঞ্জ পদক পেলো ত্রিপুরা। জাতীয় থাংতা প্রতিযোগিতায়। তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া ওই আসর। মঙ্গলবার ব্রোঞ্জ পদক দখলের লড়াইয়ে ত্রিপুরার পারুল চাকমা মুখোমুখি হয় অসমের খেলোযাড়ের বিরুদ্ধে। পয়েন্ট ৪০-৩৪। ৫২ কে জি বিভাগে ওই পুরষ্কার জয় করে পারুল। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এখবর জানান। তিনি আশা করেন, আসর থেকে আরও পদক জয় করবে ত্রিপুরা।