ডেস্ক রিপোর্টার,২৩ ডিসেম্বর।।
পৌষের গোড়াতেই বেশ জাকিয়ে পড়েছে শীত। একদিকে হিমেল হাওয়া আর অন্যদিকে ঘন কুয়াশার অবস্থান, সবমিলিয়ে বলা চলে একটা শীতল মনোরম প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া রাজ্যের সর্বত্র। সেই যুগ যুগ ধরেই শীতের দাপট থেকে মুক্ত হতে মানুষ আগুনের পরশ নিয়ে থাকেন । এ বছর‌ও রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে এই ছবি ফুটে উঠেছে।
আট থেকে আশি সবাই শীত কাটাতে একটু আগুনের কাছে নিজেকে উষ্ণ রাখার প্রয়াস করছে। কনকনে শীতের আবহের মধ্যে আগুনের আঁচ নেওয়ার মজাটাই অন্যরকম। আর এই আমেজের ফল সুগভীর তৃপ্তির।
শীত মৌসুমের শুরু থেকেই রোজ রাতে রাজধানী আগরতলা সহ বিভিন্ন অঞ্চলে বিশেষ করে শ্রমজীবী মানুষ সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর রাস্তার পাশে আগুন জ্বালিয়ে সম্মিলিতভাবে উষ্ণাতার পরশ উপভোগ করছে।এবং উপভোগ করছেন কনকনে শীতের হাওয়া যুক্ত পরিবেশ। এই ঘটনাটা সত্যিই আবার প্রমাণ করে আমরা যতই উন্নত হই না কেন, আমরা যতই আধুনিক হইনা কেন,গতানুগতিক ধারাকে মানুষ কখনোই পেছনে ফেলতে পারি না। শীতের প্রতিটি বিকেল থেকে তারই প্রতিচ্ছবি প্রতিফলিত রাজ্যের সর্বত্র। আগুনের পরশ নিয়ে নিজেকে উষ্ণ করার প্রয়াস চলছে চিরন্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *