ডেস্ক রিপোর্টার,৪জানুয়ারি।।
প্রধানমন্ত্রীর রাজ্য সফরে নজরবন্দী বিধায়ক আশীষ দাস।রাজধানীর রবীন্দ্রপল্লী সরকারী আবাসে বিধায়ক আশীষ দাসকে নজরবন্দী করেছে পুলিশ।তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধায়ক আশীষ দাস গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারের মিশন বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছিলেন।তিনি শহরের সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদ দেশে বসেছিলেন আন্দোলনে।সোমবার পুলিশ সার্কিট হাউস আন্দোলনস্থল থেকে আশীষ দাসকে গ্রেফতার করেছিলো।এরপর বিধায়কে পাঠিয়ে দেওয়া হয় তাঁর সরকারী আবাসে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজ্য সফরে বিধায়ক আশীষ দাস ফের বসতে পারেন আন্দোলনে।এই আশঙ্কা এদিন সকালে বিধায়ক আশীষ দাসকে নজরবন্দী পুলিশ।
বিধায়ক আশীষ দাস জানিয়েছেন, শিক্ষা ক্ষেত্রে বেসরকারীকরণ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেবে।এই কারণেই তিনি আন্দোলনে নেমেছিলেন। রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারের মিশন বিদ্যাজ্যোতি প্রকল্পের উদ্বোধন করবেন।
দেশের কৃষক আন্দোলন সম্পর্কে বিধায়ক আশীষ দাসের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাপের মুখে কৃষি আইন প্রত্যাহার করেছেন।কিন্তু কৃষি আইন প্রত্যাহারের জন্য সাতশ’র অধিক কৃষকের মৃত্যু হয়েছিলো।বিধায়কের যুক্তি একজন মানুষের মৃত্যু হলেই অপরাধ।কিন্তু এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে।অর্থাৎ কৃষকদের খুন করা হয়েছে।তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *