ডেস্ক রিপোর্টার,২০ডিসেম্বর।।
    বছর শেষে গোটা দেশে ফের করোনা আতঙ্ক।দেশে আত্ম প্রকাশ ঘটেছে করোনার নতুন প্রজাতি JN -1’র। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু তিনজনের।আক্রান্তের সংখ্যা ৬১৪জন।দেশ জুড়ে ফের বাড়ছে করোনার আতঙ্ক। বছর শেষে ভারতের নতুন মাথা ব্যথার কারণ করোনা। হুর হুর করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। পালা দিয়ে এগিয়ে চলছে মৃত্যুর সংখ্যাও।

।।বিজ্ঞাপণ।।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এক লাফে গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৬১৪জন। মৃত্যু তিনজনের। শেষ সাত মাসে এই সংখ্যাটা সর্বোচ্চ। চলতি বছরের ২১মের পর একদিনে এত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড নেই।


এই মুহূর্তে আত্ম প্রকাশ ঘটেছে করোনার নতুন প্রজাতি JN -1 ।বিশ্বের নানান দেশে করোনার নতুন প্রজাতি JN -1 ছড়িয়ে গিয়েছে। এখন প্রবেশ করেছে ভারতে। দেশের মধ্যে কেরলের অবস্থা ক্রমশঃ অবনতি হচ্ছে। শেষ একদিনেই কেরলেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। তাদের মধ্যে একজন মহিলা। এই মহিলার শরীরেই বাসা বেঁধেছিল করোনার নতুন প্রজাতি JN -1।


সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য গুলিকে সতর্ক করেছে করোনার সংক্রমণ সংক্রান্ত বিষয়ে। পশ্চিমবাংলাতেও বাড়ছে করোনার সংক্রমণ। তবে স্বস্তির বিষয় ত্রিপুরায় শেষ কয়েকমাস ধরে করোনার ছোঁয়া লাগে নি। গত ২৪- ঘন্টায় রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুায়ী, করোনার সংক্রমণ শূন্যের কোটায়। তবে প্রত্যেকেই করোনার বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
      কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এখন পর্যন্ত গোটা দেশে করোনার কামড়ে মৃত্যু হয়েছে ৫লক্ষ ৩৩হাজার৩২১জনের।সংক্রমিত হয়েছে ৪কোটি ৫০লক্ষ ৫হাজার ৯৭৮জন। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠছেন দেশের ৪কোটি ৪০লক্ষ ৮০হাজার ৩৪৬জন। দেশে সুস্থতার হার ৯৮.৮১শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *