ঢাকা থেকে এসএমকেএইচ শান্ত
               ___________________________

         বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে গত এক মাসে ২১২ টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস ১৩২ টি বাস।গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার সকালে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ফায়ার সার্ভিস বলেছে, এক মাসে আগুনের ঘটনা ঘটেছে ২২৩টি। এর মধ্যে ২১২টি গাড়িতে এবং বাকিগুলো স্থাপনায়।সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে হবিগঞ্জে ১টি ট্রাক এবং ঢাকা, টাঙ্গাইল ও খুলনায় ১টি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পাবনার ইশ্বরদী রেল জংশনে ঢাকা কমিউটার ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে।
২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে দলটি হরতাল ও অবরোধের মতো ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে। এসব কর্মসূচিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *