বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক।

ডেস্ক রিপোর্টার, ২৩আগষ্ট।।
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার প্রয়াস শুরু করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ভিলেজ ভোটের প্রাকলগ্নে প্রতিটি জেলার কোর কমিটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। তাদের কাছ থেকে সংশ্লিষ্ট এলাকার ভিলেজ কমিটি গুলিতে বিজেপির সাংগঠনিক অবস্থার পুঙ্খানুপুঙ্ খোঁজ খবর করছেন। পাশাপাশি তৈরি করছেন ভিলেজ ভোটের কৌশল।


সদর গ্রামীণ জেলার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক।

সোমবারে বিধায়কদের সঙ্গেও দফাওয়ারী বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে ভিলেজ ভোটকে সামনে রেখে দলকে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি।
এদিন দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর দলের সদর গ্রামীণ জেলার কোর কমিটির বৈঠকে করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা, জেলার মন্ত্রী, বিধায়কগণ সহ দলের পদাধিকারীগণ। জেলায় সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ধারাবাহিকভাবে ঊনকোটি জেলা ও দক্ষিণ জেলার কোর কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ড:মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *