তেলিয়ামুড়া ডেস্ক,৯জানুয়ারি।।
বিকাশ মুখী সরকারের উন্নয়ন এবার ঘরে ঘরে। দীর্ঘ ২৫ বছরের বঞ্চনার অবসান ঘটল বর্তমান বিজেপি সরকারের জামানায়। এমনই চিত্র উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার কৃষি প্রধান অঞ্চল বাইশ ঘড়িয়া গ্রামে।
তেলিয়ামুড়া মহকুমার বাইশ ঘড়িয়া গ্রামের বাসিন্দা দিপালী ঘোষ। মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল দিপালী ঘোষের পরিবার। এই কৃষিক পরিবারের দীর্ঘদিনের আকাঙ্খিত স্বপ্ন ছিলো মাথা গোঁজার একটি ঘর। দিপালী ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার “নতুন ঘর” দিয়ে তাঁর স্বপ্নের বাস্তব রূপ দিয়েছে। দিপালী ঘোষের অভিযোগ, বিগত বাম সরকারের আমলে বহুবার একটি ঘরের জন্য আবেদন করেও পাননি। তৎকালীন স্থানীয় বাম নেতৃত্ব এই ব্যাপারে কোনো কর্ণপাত‌ও করেনি। তারা দেবো, দিচ্ছি বলেই কাটিয়ের দিয়েছে সময়। বাম নেতাদের কাছ থেকে শুধু পেয়েছেন আশ্বাস।দাবি,ঘর প্রাপক কৃষক পরিবারের।
দীপালি ঘোষ জানান, বর্তমানে বিজেপি সরকার তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি সরকারি ঘর প্রদান করেছে।ফলে তিনি ভালো ঘরে পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। স্বাভাবিক ভাবেই কৃষক পরিবারে এখন খুশির জোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *