ডেস্ক রিপোর্টার,২মার্চ।।
” রাজ্যে কাজ নেই,খাদ্য নেই, নেই কর্মসংস্থা”—এই অভিযোগ বামেদের। বামেদের এই বক্তব্যকে খণ্ডন করেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার কৃষ্ণনগরস্থিত রাজ্য বিজেপি’র সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বাম নেতৃত্ব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীরকে আক্রমণ করেন বলেন, ” বাম জামানায় সর্ব স্তরে দুর্নীতি ছিলো। সাতচাঁদ ব্লকে যখন দুর্নীতি হয়েছিলো তখন জিতেন্দ্র চৌধুরী নিজেই মন্ত্রী ছিলেন।”
” রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার চার মাস পরই সিপিআইএম নেতৃত্ব দাবি করেছিলেন,রাজ্যে কাজ-খাদ্য-কর্মসংস্থান নেই।”সাংবাদিক বৈঠক করে একথা বলেছিলেন জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম রাজ্য সম্পাদকের এই বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখন পর্যন্ত। আসলে মিথ্যা কথা বলা সিপিআইএমের সহজাত বৈশিষ্ট্য। সিপিআইএম বরাবর মিথ্যা বুলি আওরে থাকে।তারা মিথ্যাকে পুঁজি করেই করতে চাই রাজনীতি।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের নেশা কারবার নিয়ে নীরব সিপিআইএম।বাম জামানায় গোটা রাজ্যটাকে আতুর ঘরে পরিণত করেছিলো।বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা কারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।এখনো মাদক কারবারীদের বিরুদ্ধে চলছে বিজেপি সরকারের লড়াই।
গত ২৬ফেব্রুয়ারির ঘটনার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,” এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও আমার উপর কংগ্রেস পেট্রোল বোমা নিক্ষেপ করে।আমরা অল্পতে বেঁচে যায়।” কিন্তু সিপিআইএম নেতৃত্ব এই বিষয় নিয়ে মুখ খুলে নি।কারণ এখন সিপিআইএমের প্রয়োজন কংগ্রেসের। কংগ্রেসকে মাধ্যম করেই ক্ষমতার স্বপ্ন দেখছে সিপিআইএম বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
