স্পোর্টস ডেস্ক, ১৯ফেব্রুয়ারি।।
       ২২- গজে রেলের চাকায় জব্দ ত্রিপুরা। পরাজয় দিয়েই দাড়ি টানলো মরশুম। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেতে পারলো না রাজ্য দল। মরশুমে ৭ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ‘‌সি’ গ্রুপে পঞ্চম স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো ঋদ্ধিমান সাহা-‌র ত্রিপুরা দলকে। রেলওয়ের পয়েন্ট ২৪। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম সিনহা-‌র দুরন্ত ব্যাটিংয়ে স্বাগতিক দলকে হারালো সফররত রেলওয়ে। শেষ দিনে জয়ের জন্য সফররত দলের দরকার ছিলো ১০৮ রানের। হাতে ছিলো ৬ উইকেট। সোমবার আরও ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার প্রথম সিং ১৬৯ রান করে অপরাজিত থেকে যান। এদিন সকালে রাজ্যের ক্রিকেটপ্রেমীদের নজর ছিলো বোলারদের উপর। সকলের আশা ছিলো সকালের স্যাঁতস্যাতে আবহাওয়ায় জ্বলে উঠবেনই মণিশঙ্কর‌‌, রাণা-‌রা। কার্যত এর ছিটেফোটাই দেখা যায়নি। আর এখানেই সুবিধে পেয়ে যায় রেলওয়ে।


তৃতীয় দিনের শেষে অপরাজিত থাকা পঞ্চম উইকেটে প্রথম সিং এবং অরিন্দম ঘোষ ২৩০ বল খেলে ১১৮ রান যোগ করে সফররত দলকে জয়ের দিকে নিয়ে যান। অরিন্দম ১২৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে মণিশঙ্কর মুড়াসিং এর তৃতীয় শিকার হয়েছেন। এরপর দলনায়ক উপেন্দ্র যাদবকে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয়ের দিকে নিয়ে যান জয়ের নায়ক প্রথম সিং। ইতিমধ্যে দলনায়কে সঙ্গে নিয়েই মরশুমের প্রথম দেড়শতরান করেন প্রথম। ‌শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে কাঙ্খিত জয় এনে দেন। রেলওয়ে ১০৩ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রান করে। প্রথম ৩০০ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬৯ রানে এবং উপেন্দ্র ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ৮১ রানে ৩ টি, বিক্রম দেবনাথ ৫৫ রানে এবং রাণা দত্ত ৭৫ রানে ১ টি করে উইকেট দখল করেন। প্রসঙ্গত:‌ ত্রিপুরার ১৪৯ রানের জবাবে রেলওয়ে প্রথম ইনিংসে ১০৫ রান করেছিসো। ৪৪ রানে এগিয়ে থেকে স্বাগতিক ত্রিপুরার দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রান করেছিলো। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের প্রথম সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *