তেলিয়ামুড়া থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার, ৯নভেম্বর।।
               রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডা: মানিক সাহা মঙ্গল বার রাতে রাজ্যের তিন প্রধান থানায় সারপ্রাইজ ভিজিট করেন। এদিন ধলাই জেলা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী প্রথম ভিজিট করেন তেলিয়ামুড়া থানা। এরপর ধারাবাহিক ভাবে জিরানিয়া ও আগরতলার পূর্ব থানা পরিদর্শন করেন।


এদিন ধলাই জেলার সরকারি কার্যক্রম শেষ করে আগরতলা যাওয়ার পথে আচমকাই তেলিয়ামুড়া থানায় প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। রাত আনুমানিক ১০:৩০ মিনিট। মুখ্যমন্ত্রীর  তেলিয়ামুড়া থানা পরিদর্শনের খবর পেয়ে থানায় ছুটে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা  তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা সহ অন্যান্য আধিকারিকরা।

জিরানিয়া থানা ভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা তেলিয়ামুড়া থানা পরিদর্শন করেন এবং তেলিয়ামুড়া থানা দেখে তিনি খুবই মুগ্ধ হন। থানার কার্যপ্রণালী নিয়ে একপ্রকার খুশি ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ও তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ও.সি সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
              


এরপর মুখ্যমন্ত্রী চলে আসেন জিরানিয়া থানায়। সেখানেও পুলিশ কর্মী সহ কর্মরত এসপিওদের সঙ্গে বেশ কিছুটা সময় মত বিনিময় করেন। এবং থানায় পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। তাছাড়া দেন  বেশ কিছু গুরুত্ব পূর্ণ তথ্য।

পূর্ব থানায় মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট।

শেষে মুখ্যমন্ত্রী চলে আসেন রাজধানীর পূর্ব থানায়। এই থানায় এসে ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিটি থানা একাকার খোজ নেন সংশ্লিষ্ট থানার আধিকারিকদের কাছ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই সারপ্রাইজ থানা ভিজিটে নিঃসন্দেহে মনোবল চাঙ্গা হবে পুলিশ কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *