ডেস্ক রিপোর্টার,২৪ডিসেম্বর।।
নতুন বছরের চতুর্থ দিন রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।অর্থাৎ ৪জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসছেন রাজ্য সফরে।শনিবার মরিয়মনগর চার্চে বড়দিন উপলক্ষ্যে ভাষণ দিতে গিয়ে একথা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে আগরতলা এমবিবি বিমান বন্দরের টার্মিনাল উদ্বোধন করবেন।এরপর তিনি শহরের বিবেকানন্দ ময়দানে করবেন জনসভা।এই সভায় তিনি ভাষণ দেবেন রাজ্যের মানুষের উদ্দেশ্য।মুখ্যমন্ত্রী বলেছেন, শুক্রবার রাতে দিল্লীস্থিত প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন করে নরেন্দ্র মোদীর রাজ্য সফরের কথা জানানো হয়েছে।প্রধানমন্ত্রীর রাজ্য সফর কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে।
এদিকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের খবর, প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশ।শহরের বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকা ও বিমান বন্দর চত্বরে ইতিমধ্যেই সাদা পোশাকের পুলিশ নজরদারি শুরু করেছে।প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ টিমও কাজ শুরু করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *