ডেস্ক রিপোর্টার, ২৭নভেম্বর।।
            অবশেষে প্রদ্যুতের স্বপ্ন পূরণ ।রাজ্যে এলেন
ইন্টারলোকেটর এক কে মিশ্র ।বৈঠক করলেন
মুখ্যমন্ত্রীর সঙ্গে। তিনি জানতে চাইলেন রাজ্যের
জনজাতিদের সমস্যার কথা।সাংবাদিকদের একথা
জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ।আশায় বুক বাঁধছে
রাজ্যের জনজাতিরা!তাহলে কি ২৪- র আগে বড় উপহার পাচ্ছে রাজ্যের জনজাতি সম্প্রদায়? প্রশ্ন জনমনে।
     ২৩- র  বিধানসভা নির্বাচনের পর ইন্টারলোকেটর ইস্যুতে সরগরম ছিলো রাজ্য রাজনীতির। ইন্টারলোকেটর এ কে মিশ্র’ র রাজ্য সফর নিয়ে নোটিশ রাজি করেছিলো রাজ্য সরকার। কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার জানিয়ে দেয়, মনিপুরের দাঙ্গা পরিস্থিতির জন্য তিনি আসতে পারেন নি। এ কে মিশ্র’ রাজ্যে না আসাতে প্রদ্যুৎ কিশোরকে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়েছিলো।
           শেষ পর্যন্ত প্রাথমিক ভাবে প্রদ্যুৎ সফল। রাজ্যে পা রেখেছেন এ কে মিশ্র। এখন কি কাজ করবেন ইন্টারলোকেটর? যদিও মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেছেন, এক কে মিশ্র কেন্দ্রীয় সরকারের। মনোনীত উপদেষ্টা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে পাঠিয়েছে রাজ্যে।তিনি রাজ্যের জিনজাতিদের নানান সমস্যার বিষয় নিয়ে আলোচনা করবেন।
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *