ডেস্ক রিপোর্টার, ১২ফেব্রুয়ারি।।
               ” শেষ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২শতাংশের চেয়েও কম ছাত্র – ছাত্রী রোমান হরফে পরীক্ষা দিয়ে থাকে।”- বক্তা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার টিআইএসএফ- র ত্রিপুরা বনধের ইস্যুতে মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগে যে ভাবে পরীক্ষা হতো,এখনো সেভাবেই হবে। পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, মাত্র ২শতাংশের চেয়েও কম ছাত্র- ছাত্রী রোমান হরফে পরীক্ষা দিয়েছে।


মন্ত্রী স্পস্ট ভাষায় বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সবার আন্দোলন করার অধিকার আছে। তবে সাধারণ মানুষের সমস্যা করে নয়। সড়ক ও রেল পথ বন্ধ। সমস্যা বাড়ছে মানুষের। জনতার সমস্যা হলে এটা মানা যায় না।


মন্ত্রী সুশান্ত চৌধুরীর ভাষ্য অনুযায়ী, এই বিষয় নিয়ে সদর্থক রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। রোমান স্ক্রিপ্ট চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সিবিএসই- র চেয়ারম্যানকেও চিঠি পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত সিবিএসই থেকে কোনো উত্তর আসেনি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন,মানুষের কথা চিন্তা করে আন্দোলন উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *