
ডেস্ক রিপোর্টার,১৬মে।।
প্রদ্যুৎকে ফের গোল দিলো বিজেপি।সরকারী ঘোষণা সত্বেও রাজ্যে আসলেন না এ কে মিশ্র। জনজাতিদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হলেন প্রদ্যুৎ কিশোর। ৮ মে ‘র পরিবর্তে ১২ মে রাজ্যে
আসবেন ইন্টারলোকেটর এ কে মিশ্র।আগাম এই ঘোষণা দিয়েছিলেন প্রদ্যুৎ নিজেই।এখন প্রদ্যুৎ-ই পড়েছেন বিপাকে।

বিজেপির রাজনীতির কাছে ফের পরাজিত হলেন বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর। তারিখের পর তারিখ দিয়েও রাজ্যে আসছেন না ভারত সরকারের উপদেষ্টা তথা ইন্টারলোকেটর এ কে মিশ্র। অথচ একে মিশ্র রাজ্যে আসার বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্ব মুখে কিছুই বলছেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন, তিনি ইন্টার লোকেটরের বিষয়ে কিছুই জানেন না।তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর হলফ করে বলেছিলেন, ইন্টারলোকেটর এ কে মিশ্র রাজ্যে আসবেনই।

শেষ পর্যন্ত গত ১০ মে রাজ্য সরকারের অবর সচিব চন্দন দাসের স্বাক্ষরিত নোটিফিকেশন বের হয়।তাতে স্পস্ট ভাবে লেখা ছিলো ১২ মে রাজ্যে আসবেন ভারত সরকারের উপদেষ্টা অক্ষয় কুমার মিশ্র। এই সরকারী ঘোষণার পর সাধারণ জনজাতিরা আশায় বুক বেঁধে ছিলো।হয়তো বা এবার তাদের বুবাগ্রা ইন্টারলোকেটর এ কে মিশ্রকে আস্টে পিস্টে ধরবেন। তারা পেয়ে যাবে গ্রেটার তিপ্রাল্যান্ড। হবে সাংবিধানিক সমাধান।কিন্তু বাস্তবে কিছুই হলো না। সরকারি বিজ্ঞপতি জারির পরও রাজ্যে এলেন না ইন্টারলোকেটর।

বিজেপির এই কৌশলের কাছে আটকে গেলেন প্রদ্যুৎ কিশোর। কারণ বিজেপি প্রমাণ করে দিলো প্রদ্যুৎ মিথ্যাবাদী।তার কথার কোনো গুরুত্ব নেই।স্বাভাবিক ভাবেই জনজাতিরা আস্থা হারিয়ে ফেলতে শুরু করবে বুবাগ্রার উপর।ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। জনজাতিরা প্রশ্ন তুলছে প্রদ্যুৎ কিশোরের ভূমিকা নিয়েও। প্রদ্যুৎকে আদৌ কি বিজেপি কোনো গুরুত্ব দিচ্ছে?

নাকি ফুটবল ভেবে তার সঙ্গে খেলা করছে? এটাও হতে পারে এই খেলা সম্পর্কে প্রদ্যুৎ নিজেও ওয়াকিবহাল। এখন জনজাতিদের চোখে গোলক ধাঁধা লাগানোর জন্য কিছু দিন আত্ম গোপন থাকার পর ফের চলে আসেন প্রকাশ্যে। এবং ইন্টারলোকেটর আসার বার্তা দিয়ে দেন গা ঢাকাও।