ডেস্ক রিপোর্টার, ১৬ডিসেম্বর।
    দরজায় কড়া নাড়ছে ২৪- র জাতীয় নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে রাজ্য জুড়েই চলছে হিস্ হিস্। অশুভ শক্তির চাইরা চষে বেড়াচ্ছে গোটা রাজ্যে। তারা সুযোগ পেলেই ঝামেলা পাকানোর ষড়যন্ত্র করছে। কালে কালেই অশুভ শক্তির চাইরা তাদের কার্য্য সিদ্ধি করার জন্য সমস্ত ব্লু প্রিন্ট করছে। জাতীয় নির্বাচন এগিয়ে আসতেই রাজধানী সহ রাজ্যের পাহাড়ী এলাকা গুলিতে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে।


রাজ্যের সর্বত্র ষড়যন্ত্রকারীদের হিস্ হিস্ শোনা যাচ্ছে । এই সংক্রান্ত খবর রয়েছে, পুলিশ – গোয়েন্দার কাছেও। গোয়েন্দার তথ্য অনুযায়ী, ষড়যন্ত্রকারীরা রাজ্যের বিভিন্ন অংশে মজুত করছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। শহর থেকে পাহাড় সব জায়গাতেই ডেরা বানিয়েছে অশুভ শক্তির এজেন্টরা। ষড়যন্ত্রের মস্তিষ্ক কাজ করছে শহরের রাজবাড়ী সংলগ্ন এলাকার আশপাশ থেকে। আগরতলা থেকে খুমুলুঙয়ে তাদের নেট ওয়ার্ক বিস্তৃত। লাল – হলুদ কার্পেট বিছিয়ে অশুভ শক্তির চাইরা নিয়মিত তাদের নেট ওয়ার্ক চালিয়ে যাচ্ছে।
       


খবর, শহরের প্রাণ কেন্দ্রের কৃষ্ণনগর এলাকায়  অস্ত্র মজুত করার মতো তথ্যও চলে এসেছে পুলিশের কাছে। তবে ধীরে সুস্থে পুলিশ এগোতে চাইছে। অশুভ শক্তির চাইরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের কাছে নানান দাবী – দাওয়া তুলে দিয়েছে। এই সমস্ত দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে। একই ভাবে চাপ সৃষ্টি করছে রাজ্য সরকারের উপরও। নির্বাচনের আগে বিশেষ রাজনৈতিক দল ও বিশেষ সম্প্রদায়ের দাবী আদায় না হলেই,অশুভ শক্তির চাইরা বন্দুকের নলের মুখে তাদের দাবী আদায়ের চেষ্টা করবে। তার জন্য তারা নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার জন্য বিভিন্ন গোপন ডেরায় মজুত হচ্ছে আগ্নেয়াস্ত্র।


গোয়েন্দার তথ্য অনুযায়ী, পাহাড়ী অঞ্চল গুলিতে গোপনে বৈঠক করছে অশুভ শক্তির লোকজন। তারা নিজেদের লোকজনের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য গঠন করেছে দল। শহর থেকে সমতল, গ্রাম থেকে পাহাড় সর্ব ক্ষেত্রে ঝামেলার জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। তাদের এই ধরনের চিন্তা ভাবনা ডেকে আনতে পারে  অভিশপ্ত ৮০- র জুন। সম্প্রতি কুচক্রীদের মুখিয়া বলেছিলেন, ত্রিপুরায় মণিপুরের পুনরাবৃত্তি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। স্বাভাবিক ভাবেই কুচক্রীদের আগামীর রোড ম্যাপ নিয়ে মাথা ঘামাচ্ছে খোদ পুলিশ প্রশাসন।


এর আগেও কুচক্রীরা সঙ্ঘবদ্ধ ভাবে পুর্ব পরিকল্পনা অনুযায়ী, কয়েকবার দাবী আদায়ের নামে রক্তাক্ত করেছিলো শহর থেকে গ্রাম – পাহাড়। কিন্তু কোনোবারেই বিশেষ সুবিধা করতে পারেনি,কারণ সতর্ক ছিলো প্রশাসন। শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছিলো। এবারও পুলিশ – গোয়েন্দার কাছে পৌঁছে গিয়েছে আগাম খবর। তাই পরিস্থিতি অগ্নিগর্ভ না হওয়ার আগেই তাতে জল ঢেলে দিতে চাইছে রাজ্য প্রশাসন।
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *