তেলিয়ামুড়া ডেস্ক, ৬মে।।
সোমবার কাকভোরে অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটে।
পুলিশ জানিয়েছে, টি আর ০৫- সি-১৭২৬নম্বরের একটি পাথর বোঝাই লরি চুড়াইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট এলাকায় মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টায়ার চেক করার সময় পেছন দিক থেকে টিআর ০৬-১৫৯২ নম্বরের একটি মাল বোঝাই ছোট গাড়ি সজোড়ে ধাক্কা দেয়। এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিক ঘটনাস্থলেই মৃত্যু হয়।

যদিও ওই ব্যাক্তির নাম জানা সম্ভব হয়নি। এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছোট পণ্য বোঝাই গাড়ি চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও দুর্ঘটনার বিকট আওয়াজে মানুষজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয় । তারা ঘটনাস্থলে পৌঁছে ছোট গাড়ির মালিক’কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।