#Tripura #C@rime #p@olice #Janatar #Mashal।

জঙ্গলের নির্জনতার সুযোগ নিয়ে খুব সামনে
থেকে স্ত্রী কবিতাকে গুলি করেছে বীরবল সিং।

।।ধৃত বীরবল সিং।।

তল্লাশি করে বীরবলের কাছ থেকে উদ্ধার করে একটি পিস্তল সহ দুইটি তাজা বুলেট। পুলিশ বীরবলকে গ্রেফতার করে নিয়ে এসে থানায়।মঙ্গলবার সন্ধ্যায় আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, পরিবারিক ঝামেলার কারণেই বীরবল স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল।

ডেস্ক রিপোর্টার, ১২ নভেম্বর।।
       নিজের স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা ঘটনায় পিস্তল সহ পুলিশের হাতে গ্রেফতার স্বামী। অভিযুক্ত স্বামী বলবীর সিং। বাড়ি আমতলী থানাধীন হাঁপানিয়ার কার্তিক চৌমুহনী এলাকায়। পেশায় টমটম চালক।ঘটনা মঙ্গলবার বিকালে। রাতেই আমতলী থানার পুলিশ ধৃত বলবীর সিংকে তুলে দিয়েছে কলমচৌরা থানা পুলিশের হাতে। বলবীর সিং’র আহত স্ত্রী কবিতা রিয়াং  বর্তমানে হাঁপানিয়া টি এম সি তে চিকিৎসাধীন। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত বলবীর জানিয়েছে, পারিবারিক ঝামেলার কারণেই স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল।

।।বিজ্ঞাপন।।

পুলিশ জানিয়েছে, পারিবারিক ঝামেলার সূত্র ধরে মঙ্গলবার সকালে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকার বলবীর সিং তার স্ত্রী কবিতা রিয়াংকে সিপাহীজলা জেলার কলমচৌড়া থানা এলাকার কোন এক জঙ্গলে নিয়ে যায় । সেখানে গিয়ে জঙ্গলের নির্জনতার সুযোগ নিয়ে খুব সামনে থেকে স্ত্রী কবিতাকে গুলি করে। কিন্তু বরাত জুড়ে বেঁচে যান কবিতা। বলবীরের গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে তার স্ত্রীর পায়ে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন জঙ্গলে ছুটে আসে। ততক্ষণে বলবীর ঘটনাস্থল থেকে কেটে পড়ে।

।।বিজ্ঞাপন।।

উপস্থিত লোকজন খবর দেয় কলমচৌড়া থানায়।
  ছুটে আসে পুলিশ।রক্তাক্ত অবস্থায় কবিতা রিয়াংকে নিয়ে যাওয়া হয় কলমচৌড়া হাসপতালে। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রেফার করা হয় টিএমসিতে। এই ঘটনার পর কলমচৌড়া থানার পুলিশ কবিতা রিয়াংয়ের স্বীকারোক্তি মূলের তার স্বামী বীরবল সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু করে। পরবর্তীতে পুলিশ বীরবলকে গ্রেফতারের জন্য জাল বিস্তার করে। কলমচৌড়া থানার পুলিশ বিষয়টি অবগত করে আমতলী থানার পুলিশকে।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/tripura-news-is-an-agent-of-al-qaeda-a-global-terror-organization-in-the-state/

আমতলী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাসের নেতৃত্বে পুলিশ বীরবলের হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকায় উৎ পেতে বসে। কিছুক্ষণ পরেই বাড়িতে আসে বীরবল। পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে।তল্লাশি করে বীরবলের কাছ থেকে উদ্ধার করে একটি পিস্তল সহ দুইটি তাজা বুলেট। পুলিশ বীরবলকে গ্রেফতার করে নিয়ে এসে থানায়।মঙ্গলবার সন্ধ্যায় আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, পরিবারিক ঝামেলার কারণেই বীরবল স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল।


একজন সাধারণ টমটম চালকের হাতে কিভাবে এলো আগ্নেয়াস্ত্র?

এই ঘটনা আবারও প্রমাণ করলো বেআইনি অস্ত্রে থিক থিক করছে গোটা রাজ্য।একজন সাধারণ টম টম চালকের হাতে কিভাবে এলো আগ্নেয়াস্ত্র? কাদের কাছ থেকে বীরবল সিং সংগ্রহ করেছে পিস্তলটি? এই প্রশ্নের উত্তর কি বীরবলের মুখ থেকে বের করতে পারবে তদন্তকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *