ডেস্ক রিপোর্টার,২৮ মার্চ।।
সর্ব ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শুক্রবার দিল্লিতে প্রদেশ সভাপতি সাক্ষাৎ করেন রাহুল গান্ধীর সঙ্গে। এই সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ তথা সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা।
রাহুল গান্ধী ও প্রদেশ কংগ্রেস সভাপতির আলোচনায় রাজ্য কংগ্রেসের সাংগঠনিক বিষয় গুলি উঠে এসেছে। একই সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের নানান দুর্নীতির বিষয় নিয়েও রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেন প্রদেশ সভাপতি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠিত বৈঠকে রাহুল গান্ধীকে ত্রিপুরায় আসার আমন্ত্রণ জানিয়েছেন আশীষ কুমার সাহা। রাহুল গান্ধী তাতে সায় দিয়েছেন। এবং প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল।