ডেস্ক রিপোর্টার, ৭মে।।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুর- র পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা দীর্ঘ ভারতীয়দের লক্ষ্য করে বোমা বর্ষণ শুরু করেছে।তাতে কাশ্মীরের পুঞ্চ, তাংধার এই দুইটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। জাতীয় সংবাদ মাধ্যম এএনআই – র খবর অনুযায়ী, পাক সেনাবাহিনীর হামলায় অন্তত ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০। আহত ভারতীয়দের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালগুলিতে। এই ঘটনার পর ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে। ভারতীয় সেনার আক্রমণে তটস্থ হয়ে উঠেছে পাকিস্তান।আসছে সময় গুলিতে পরিস্থিতি আরো ভয়াবহ উঠবে বলেই মনে করা হচ্ছে।