ডেস্ক রিপোর্টার, ৮ মে।।
ভারত – পাকিস্তান যুদ্ধের আবহে আগরতলা রেল স্টেশন থেকে অস্ত্রের বড় চালানের হদিস। উদ্ধার করা হয়েছে আটটি অত্যাধুনিক পিস্তল। গ্রেফতার করা হয়েছে অস্ত্র কারবারীকে। বহি: রাজ্য থেকে রাজ্যে আসা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করে পুলিশ অস্ত্রের সন্ধান পেয়েছে।

খবর পেয়ে আগরতলা জিআরপি স্টেশনে ছুটে গিয়েছেন আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকর।ধৃতদের করেছেন জিজ্ঞাসাবাদ। ঘটনার সত্যতা স্বীকার করেছে জিআরপি থানা কর্তৃপক্ষ। সন্ধ্যা ছয়টার পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করবে আগরতলা জিআরপি থানার পুলিশ।( আসছে বিস্তারিত…)
Tripua #Agarala #Rail #Station #Arms #Recovery#JM