ডেস্ক রিপোর্টার,৯ জুলাই।।
দিনভর বৃষ্টি উপেক্ষা করেও বুধবার রাজ্যের দূর – দূরন্ত থেকে প্রচুর সাধারণ নাগরিক হাজির হয়েছিলেন ৪৭ তম “মুখ্যমন্ত্রী সমীপেষু’তে।সমাজের বিভিন্ন পেশার মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দ্বারস্থ হয়েছিলেন।মুখ্যমন্ত্রী উপস্থিত লোকজনের সমস্যার কথা শুনেন। এবং প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মানুষের সমস্যা গুলি খতিয়ে দেখে সমাধান করার জন্য।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে বেজায় খুশি “মুখ্যমন্ত্রী সমীপেষু’তে আসা লোকজন।
ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সাধারন মানুষের দুঃখ দুর্দশার কথা নিজ কানে শুনার জন্য তিনি চালু করেছিলেন “মুখ্যমন্ত্রী সমীপেষু”। তাতে সাধারণ মানুষ তাদের নানান সমস্যার কথা সরাসরি তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে নাগরিকদের সমস্যা বিহিত করে দিতে পারেন। এই ভাবেই চলতে চলতে বুধবার অনুষ্ঠিত হলো ৪৭তম “মুখ্যমন্ত্রী সমীপেষু” অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার এই উদ্যোগ সাধারণ মানুষেরও কাছেও পাচ্ছে প্রশংসা।
