তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ জুলাই।।
ছাত্র-ছাত্রীদের মধ্যে ভৌতিক আতঙ্ক। হঠাৎ করে তিনজন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং একজন ষষ্ঠ শ্রেণির ছাত্র অসুস্থ হয়ে যায় কোন এক ভৌতিক কান্ডকে পরিলক্ষিত করে। ঘটনা মোহরছড়া স্কুলে। আতঙ্কগ্রস্থ ছাত্র – ছাত্রীদের সঙ্গে সঙ্গে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে ছাত্র – ছাত্রীরা চিকিৎসা। তাদের নাম মনোজিৎ মন্ডল(ষষ্ঠ শ্রেণী), দিয়া দেবনাথ,তনুশ্রী সরকার ,শুভশ্রী দেবনাথ(সপ্তম শ্রেণী)।
স্কুলের এক ছাত্র জানায়, স্কুল চলাকালীন সময়ে প্রাকৃতিক কাজ করার জন্য বাথরুমে যায়। তখন সে নাকি হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে এক মুণ্ডহীন মানুষ। সারা শরীরে কালো রঙ ও বিকৃত আকারে। এরপর একে একে আরও তিন ছাত্র বাথরুমে যায়। তারাও নাকি একই দৃশ্য দেখতে পায়। তারা চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে আসে। এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায় স্কুলের শিক্ষক – শিক্ষিকা সহ অন্যান্য ছাত্র – ছাত্রীরা। পরিস্হিতি বেগতিক দেখে শিক্ষক – শিক্ষিকারা ছাত্র – ছাত্রীদের তেলিয়ামুড়া হাসপতালে নিয়ে আসে। এই ঘটনায় গোটা স্কুল চত্বর সহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

