ডেস্ক রিপোর্টার, ২৩ জুলাই।।
রাজ্যের অনুপ্রবেশ রুখতে এবং অবৈধ ভোটাদের চিহ্নিত করতে দিল্লিতে দেশের নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে তিপ্রামথা। নেতৃত্বে দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। বুধবার প্রদ্যুতের নেতৃত্বে মথার প্রতিনিধিরা এই সংক্রান্ত ইস্যুতে আলোচনা করেন নির্বাচন কমিশনের সঙ্গে।প্রদ্যুৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেছেন, নির্বাচন কমিশন তাদের বক্তব্য শুনেছে। এবং অবৈধ ভোটারদের শনাক্ত করতে গোটা দেশ সহ ত্রিপুরার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চালু করার আশ্বাস দিয়েছে কমিশন।প্রদ্যুৎ কমিশনের কাছে দাবী করেছেন,অবৈধ অভিবাসন ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলকে প্রভাবিত করছে। অবৈধ ভোটারদের চিহ্নিত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোনও ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না।

