ডেস্ক রিপোর্টার, ২ আগস্ট।।
পূর্বাঞ্চল দলে ত্রিপুরার শ্রীদাম পাল। আগামী ২৮ আগস্ট থেকে বেঙ্গালুরুতে শুরুতে চলেছে দিলীপ ট্রফি ক্রিকেট। এই আসরে অংশ গ্রহণের জন্য পূর্বাঞ্চল দল ঘোষিত হয়েছে। আসরে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ক্রিকেটার ঈশান কিষান। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের পূর্বাঞ্চল দল ঘোষিত হয়েছে। এই দলে রয়েছেন গেলো বছর রঞ্জি ট্রফি আসরে দুরন্ত ফর্মে থাকা শ্রীদাম। তবে এখনও ত্রিপুরার প্রতিভাবান ব্যাটসম্যানটি জানতে পারেননি কবে দলের সঙ্গে যোগ দিতে হবে। ২৩ বছর বয়সী শ্রীদাম এক সাক্ষাৎকারে বলেন, পূর্বাঞ্চল দলে সুযোগ পাওয়ার খবর আমিও পেয়েছি। কিন্তু এর বেশি কোনও খবর নেই আমার কাছে। যেদিন যেতে বলবে আমি যাবো। তবে এই আসরে খেলার জন্য মুখিয়ে রায়েছি। যদি প্রথম একাদশে খেলার সুযোগ পাই তাহলে নিজেকে নিংড়ে দেবো। নিয়মিত অনুশীলন করে চলছি আমি। এদিকে সতীর্থ ক্রিকেটারদের থাকে ক্রমাগত অভিনন্দন পেয়ে চলছে সে। ঘোষিত দলে রয়েছেন ঈশান কিষান ( অধিনায়ক ), অভিমন্যু ইস্বরণ ( সহ অধিনায়ক), সন্দীপ পট্টানাইক, বিরাট সিং, ডেনিশ দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগরা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ জয়স্বাল, মুকেশ কুমার, আকাশ দ্বীপ, মোহাম্মদ সামি।
