স্পোর্টস ডেস্ক,৫ আগস্ট।।
আন্তর্জাতিক আসরেও সাফল্য পেলো রাজ্যের প্রথম আন্তর্জাতিক মাস্টারের নর্ম পাওয়া দাবাড়ু আর্শিয়া দাস। মঙ্গলবার এক মাসের ইউরোপ সফর শেষ করলো মেট্রিক্স চেস আকাদেমির ওই দাবাড়ুটি। একমাসের সফরে ৩ টি আসরে অংশ নেয় পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি। ওই সফরে স্লোভাকিয়া,ফ্রান্স এবং গ্রীসে তিনটি আন্তর্জাতিক আসরে অংশ নেয় ত্রিপুরার গর্ব ওই বালিকা দাবাড়ুটি। ওই তিনটি আসর থেকে ৭২ রেটিং বাড়ালো পূর্বোত্তরের প্রথম মহিলা কেন্ডিডেট মাস্টার দাবাড়ু-র সম্মান পাওয়া আর্শিয়া। বর্তমানে ওর রেটিং বেড়ে হলো ২১৮০। গ্রীসে কাভালা উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮ বিভাগে দুরন্ত খেলে প্রথম স্থান দখল করে নিজের মনোবল কয়েকগুন বাড়িয়েছে নিয়েছে রাজ্যের গর্ব ওই দাবাড়ুটি। প্রসঙ্গত; আর্শিয়ার এখন লক্ষ্য আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু-র সম্মান পাওয়া। আর্শিয়ার দুরন্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন কোচ ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত। এছাড়া আর্শিয়াকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক এবং সচিব মিঠু দেবনাথ।
