ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
            রাজধানীর লোকনাথ আশ্রমের উদ্যোগে চলতি শিক্ষাবর্ষে রাজ্যের ১৯টি স্কুলে পাঠরত ৯৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্র – ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় পাঠ্য পুস্তক। বুধবার মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক বিতরন করা হয়। 
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা। অন্যান্যদের মধ্যে  ছিলেন  মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, ।প্রসঙ্গত প্রায় ১৫ বছর ধরে মন্দির কর্তৃপক্ষ এই কর্মসূচি পালন করে চলেছে।
  রাজ্যের ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্যে তাদের পঠন – পাঠন নিয়ে গুরুত্ব পূর্ণ উপদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *