কৈলাসহর ডেস্ক, ৬ আগস্ট।।
ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর শহরে এক সঙ্গে তিনটি স্কুলে চুরি। খোদ শহরের উপকন্ঠে রাতের অন্ধকারে বনেদী স্কুলগুলিতে
চুরির ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে জনমনে। কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট, এবং শ্রীরামপুর সূর্য মেমোরিয়াল স্কুলে হাত সাফাই করে।ঘটনার তদন্ত করছে কৈলাসহর থানার পুলিশ। চুরি কান্ডের ব্যাপারে আশ্রম স্কুলের প্রধানশিক্ষক অসীম চক্রবর্তী জানিয়েছেন, বুধবার সকালবেলা স্কুলের এক স্টাফ থেকে ফোন পেয়ে স্কুলে এসে দেখতে পান স্কুলের মূল গেটের তালা ভাঙ্গা । স্কুলের অফিস রুমের সমস্ত আলমারি ভাঙ্গা। ক্যাশ সেকশনের দরজার তালা ও লকার ভাঙ্গা। এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গেই তারা কৈলাসহর থানায় খবর দেয়।
খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ।প্রাথমিকভাবে জানা যায়, স্কুলের অফিস রুমের আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথী সহ কাগজ পত্র নিয়ে যায় চোরের দল।
স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মীর স্বল্পতার কারনে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের নাইট গাইডকে দিয়ে দিনের বেলায় অফিসের কাজে লাগানো হচ্ছে বিগত দুই বছর ধরে। এর ফলে রাতে স্কুলে থাকে না নাইট গার্ড। এই সুযোগকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা হাত সাফাই করে রাধা কিশোর ইনস্টিটিউটে চোরের দল সিসি ক্যামেরার তার ছিঁড়ে চুরি-কাণ্ড সংঘটিত করে। শিক্ষাঙ্গনের চুরি কান্ডের সঙ্গে জড়িত চোরদের পুলিশ আদৌ কি ধরতে পারবে? প্রশ্ন জনমনে।
