ডেস্ক রিপোর্টার,২১ আগস্ট।।
শেষ পর্যন্ত অনেক টালবাহানার পর মতিনগর থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে সাংবাদিক বৈঠক করলো আমতলী থানার পুলিশ। বুধবার রাতে মতিনগরের মঙ্গল মিয়ার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছিল ইয়াবা ট্যাবলেটের চালান।পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ৪০হাজার। পুলিশি অভিযানের আঁচ পেয়ে পালিয়ে গিয়েছিলো বাড়ির মালিক তথ্য মাদক ব্যবসায়ী মঙ্গল মিয়া। জানিয়েছেন, আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে।
এডিপিও জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বুধবার রাতে পুলিশ মঙ্গল মিয়ার বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অথচ মিডিয়াকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।পুলিশের এতো বিলম্বের পেছনে কোনো রহস্য নেই তো? জনমনে উঠছে প্রশ্ন। কারণ ৩০ কেজি গাঁজা উদ্ধার করে আমতলী থানা কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই সাংবাদিক বৈঠক করেছে। অথচ ৬০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পরও সাংবাদিক বৈঠক করতে প্রায় ২৪ ঘন্টা সময় ব্যয় করে দিয়েছে। এটা অবশ্যই হাস্যকর।
