ডেস্ক রিপোর্টার,২২ আগস্ট।।
গত কিছুদিন আগে মধুবন গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের রাণীখামার বাজার থেকে শিবিরটিলা যাওয়ার রাস্তা কাজ শুরু হয় চার মাস আগে। কিন্তু বৃষ্টিতে এই কালভার্টে ভেঙ্গে নিয়ে যায়। এলাকাবাসী অভিযোগ কাজ নিম্নমানের হয়েছে। তাই এই বক্স কালভারট ভেঙ্গে যায়। তারা জানিয়েছেন,
গ্রাম উন্নয়ন দপ্তরের এসডিও অভিজিৎ সাহা ও জুনিয়র ইঞ্জিনিয়ার রাজীব সাহাকে বিষয়টি জানানো হলেও তারা গুরুত্ব দেন নি। ডুকলি আর ডি ব্লকের অধীনে মধুবন গ্রাম পঞ্চায়েতে ২ নম্বর ওয়ার্ডের রাস্তার কাজটি করা হয়। তাছাড়া অন্যান্য বিভিন্ন টেন্ডার কাজগুলো করতে গেলে তাদের কাছ থেকে বিল পাস করে যাওয়ার জন্য কাঞ্চনমুল্য দাবী করেন। এলাকার লোকজনের বক্তব্য, দপ্তরের আধিকারিকরা মোটা অঙ্কের টাকা পেয়ে ঠিকাদারকে নিম্ন মানের কাজ করার সুযোগ করে দেন।
