স্পোর্টস ডেস্ক,২৩ আগস্ট।।
নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহব্বানকে সামনে রেখে যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রাক্তন মন্ত্রী এবং জনপ্রিয় বিধায়ক ভগবান দাসের প্রচেষ্টায় ও কুমারঘাট প্লে- সেন্টারের সহযোগিতায় সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট। কুমারঘাট পিডব্লিউডি মাঠে ২৪ আগস্ট আনুষ্ঠানিক ভাবে সূচনা হবে এই প্রতিযোগিতার। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির সদস্য দীপঙ্কর গোস্বামী এই ঘোষণা দেন। তিনি আরো জানান মোট ৩০ টির অধিক টিম যোগাযোগ করেছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

তবে প্রথম ১৬টি টিম নিয়ে খেলা হবে। প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে থাকবেন প্রাক্তন মুখমন্ত্রী তথা লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী খেলায় প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার ১ লক্ষ টাকা। এই প্রতিযোগিতা রাজ্যের মধ্যে এক সাড়া জাগানো ফুটবল প্রতিযোগিতা হিসেবে উঠে আসবে।