ডেস্ক রিপোর্টার, ১৬ সেপ্টেম্বর।।
ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করে নিজের পকেট ভরানোর ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী। তিনি বললেন, জালিয়াতি না করে, সৎ পথে রোজগারের রাস্তা জানা আছে। সেই সঙ্গে ঘোষণা করলেন, “আমার মাথার দামই ২০০ কোটি টাকা।” সম্প্রতি নাগপুরে আয়োজিত এডব্লুএস – সভায় একথা বলেছেন নিতিন গড়কড়ী।
ই – পেট্রোল বিতর্কে নিতিন গড়কড়ীর সটান জবাব, ” আমি সৎ পথে রোজগার করতে জানি।রোজগারের জন্য এতো নিচে নামতে পারি না। আমার টাকার কোনো ঘাটতি নেই।
ইথানল মেশানো পেট্রোলের দরুণ তাঁর দুই ছেলে লাভবান হচ্ছেন বলে অভিযোগ উঠছে। কিন্তু গডকড়ীর বক্তব্য, “ছেলেদের পরামর্শ দিই আমি। জালিয়াতি করি না। সম্প্রতি আমার ছেলে ইরান থেকে ৮০০ কন্টেনার আপেল আমদানি করে। পরিবর্তে ইরানে ১০০০ কন্টেনার কলা পাঠায়। ইরানের সঙ্গে টাকার লেনদেন নেই। আমার ছেলে আমদানি-রফতানিতে যুক্ত। আমারও চিনিকল, ভাঁটিখানা রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ব্যক্তিগত মুনাফার জন্য কৃষির সঙ্গে পরীক্ষানিরীক্ষা করছি না।”
ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠেছে নিতিন গডকড়ীর বিরুদ্ধে।বিরোধীদের অভিযোগ, ইথানল মিশ্রিত পেট্রোল কিনতে বাধ্য করা হচ্ছে দেশের আমজনতাকে।বিশেষজ্ঞরা বলছেন, পেট্রোলে ইথাইলন মিশ্রনের ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে।গাড়ি বেশি জ্বালানি খাচ্ছে।ফলে বাড়ছে খরচও। ইথালন মিশ্রিত পেট্রোল বিক্রি করে লাভবান হচ্ছে নিতিন গডকড়ীর দুই ছেলে।
কংগ্রেস নেতা পবন খেরা সেই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে এই সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও পেশ করেন। তিনি বলেন, “২০২৪ সালের জুন মাসে গড়কড়ীর ছেলের সংস্থার মুনাফা ছিল ১৮ কোটি। ২০২৫ সালের জুন মাসে তা বেড়ে একধাক্কায় ৫২৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ীর বক্তব্য,” তাঁকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্যই এই অপপ্রচার।
