ডেস্ক রিপোর্টার,৮ ডিসেম্বর।।
    ফের ছাত্র – ছাত্রীদের স্টাইপেন্ড বিতর্কে জনজাতি কল্যাণ দপ্তর । ২০২৪-২৫ অর্থ বর্ষে রাজ্যের বহু জনজাতি ছাত্র – ছাত্রী তাদের স্টাইপেন্ড থেকে বঞ্চিত হয়েছে। ফলে প্রভাব পড়েছে তাদের পঠন – পাঠনেও। এই ইস্যুকে সামনে রেখে সোমবার জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন দেয় রাজ্যের শরিক দল তিপ্রামথার ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন।
     ডেপুটেশন দিতে আসা টিএসএফ’র সহ-সভাপতি জন দেববর্মা জনিয়েছেন, অর্থনৈতিক ভাবে দুর্বল জনজাতি ছাত্র – ছাত্রীরা দপ্তরের দেওয়া স্টাইপেন্ডের উপর নির্ভরশীল। স্টাইপেন্ড না পেলে তাদের পড়াশুনা করা অসম্ভব হয়ে উঠে। তারপরও জনজাতি কল্যাণ দপ্তর আটকে রেখেছে স্টাইপেন্ড।
          শেষ বছরেও জনজাতি কল্যাণ দপ্তরের স্টাইপেন্ড নিয়ে ঝামেলা হয়েছিলো। প্রতিবাদে সরব হয়েছিল বিভিন্ন জনজাতি ছাত্র সংগঠন। তখন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নেমেছিল ড্যামেজ কন্ট্রোলে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একই সমস্যা মাথা চাড়া দিয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার দপ্তরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *