ডেস্ক রিপোর্টার,২৩ডিসেম্বর।।
ভয়াবহ বোমা বিস্ফোরণ পাঞ্জাবের লুধিয়ানা কোর্টে। মৃত্যু হয়েছে দুই জনের।আহতের সংখ্যা ১২।ঘটনা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ। ঘটনাস্থলে পৌঁছেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।পুলিশ ও বোম স্কোয়ার্ড ঘিরে ফেলেছে গোটা আদালত চত্বর।আতঙ্কিত মানুষ। আদালত চত্বরের একটি বাথরুমে এই বিস্ফোরণের ঘটনা। কিভাবে হয়েছে বিস্ফোরণ এবং কারা বাথরুমে এনে রেখেছে বোমা? গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
বোমা বিস্ফোরণে ক্ষতি হয়েছে আদালতের দেওয়াল।ধরেছে ফাটল।তদন্তকারী পুলিশ জানিয়েছে,উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ছিলো বোমায়।এই কারণেই ক্ষতির পরিমাণ বেশি।তবে আদালত চত্বরে কড়া নিরাপত্তা থাকা সত্বেও কিভাবে ঘটলো এই বিস্ফোরণের ঘটনা?তা নিয়েই স্থানীয় জনমনে উঠছে প্রশ্ন।
