ডেস্ক রিপোর্টার,২৪ ডিসেম্বর।।
বিনা পারমিটে আগরতলায় অটো বিক্রির অভিযোগ উঠেছে বাজাজ কোম্পানির বিরুদ্ধে। এই সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পূর্ব থানায় দায়ের করা হয়েছে মামলা। এবং বাজাজ কোম্পানি বন্ধ করার দাবী তুলেছে শ্রমিকরা।
শ্রমিক নেতা বিপ্লব করের অভিযোগ, গত কয়েক মাস ধরে বাজাজ কোম্পানি বিনা পারমিটে শ্রমিকদের কাছে অটো বিক্রি করছে। অথচ সরকারী নিয়ম অনুযায়ী বিনা পারমিটে করা যায় না। নিয়ম নীতি তোয়াক্কা না করে বাজার শ্রমিকদের কাছে অটো বিক্রি করছে।
বিপ্লব করের বক্তব্য, বাজাজ কোম্পানি আটো শ্রমিকদের কাছ থেকে ৩০- ৪০ হাজার করে টাকাও নিয়েছে। এটা তারা করতে পারে না। এই কারণে বাজাজ কোম্পানির দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে শ্রমিকরা থানায় মামলা দায়ের করেছে। অটো গুলির পারমিট না থাকার কারণে ট্রাফিক পুলিশও তাদের হয়রানি করে নিয়মিত।

