স্পোর্টস ডেস্ক,২৬ জানুয়ারি।।
      বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেদের জেরে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ দল। একটি ম্যাচও না খেলে লিটনদের টিম টি২০ বিশ্বকাপের বাইরে! এদিকে, এবার আইসিসি অনূর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জুনিয়ররা, সুপার সিক্সের ম্যাচে ইংরেজদের কাছে প্রবলভাবে পর্যুদস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। , বুলাওয়াতে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশের ছোটরা।সুপারসিক্সের ম্যাচেই বাংলাদেশের ২০২৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সফরের ইতি ঘটেছে।
     ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
ব্যাট করতে নেমে ১৩৬ রানে শেষ হয়ে যায় পদ্মা পাড়ের ইনিংস।প্রথম ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার জাওয়াদ আরবার।এরপর বেগ ও হাকিম মিলে  কিছুটা সামলে নিলেও, বেশি দূর টেনে নিতে পারেননি তাঁরা।এই জুটি ভাঙতেই   ‘জুনিয়র টাইগার’দের ব্যাটিং  লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।শেষমেশ ইনিংস যায় ১৩৬ রানে থমকে যায় ওপার বাংলার ছোটরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান।পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই  ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ১ রান করে আউট হন ওপেনার জোসেফ মুরস। তবে এরপর ধীরে ধীরে সামলাতে থাকে ইংল্যান্ড। ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রিটিশ বাহিনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *