কদমতলা ডেস্ক, ১৯ এপ্রিল।।
ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাধ্যমিক পরিক্ষার্থী নাবালিকাকে স্কুলের সামনে থেকে অপহরণের অভিযোগে পুলিশ গ্রেফতার করে এক যুবককে। তার নাম সুকান্ত নাথ(২৮) ।বাড়ি ধর্মনগর থানাধীন হুরুয়া গ্রামে। ধৃত যুবককে আদালতে সোপর্দ করা হলে তাকে পুলিশ হাজতে পাঠিয়ে দেয় আদালত।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, ধর্মনগরের রাজবাড়ি বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক পরিক্ষার্থী নাবালিকাকে বেশ কিছুদিন ধরে নানান ভাবে উত্যক্ত করতো সুকান্ত নাথ। শেষ পর্যন্ত স্কুল ছাত্রীকে ভালোবাসার প্রস্তাব দেয় সুকান্ত। কিন্তু মেয়েটি তার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।তাতেই রেগে যায় নাগর সুকান্ত। সোমবার মেয়েটি ধর্মনগরের রাজবাড়ি বালিকা বিদ্যালয়ে আসে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তখন তক্কে তক্কে ছিলো সুকান্ত।মেয়েটি স্কুলের সামনে আসতেই হিন্দি সিনেমার কায়দায় সুকান্ত নাথ ছাত্রীকে বলপূর্বক গাড়িতে তুলে কেবিআই মাঠে নিয়ে যায়।সেখানে মেয়েটিকে শারীরিক ভাবে হেনস্থা করে সুকান্ত। উপস্থিত লোকজন বিষয়টি আচ করতে পেরে এগিয়ে আসে।তখন বিপদ বুঝে সুকান্ত নাথ পালিয়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা মেয়েটিকে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে মেয়েটির পরিবারের সদস্যরা। তারা অভিযুক্ত সুকান্ত নাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩৫৪,৩২৫ ধারা এবং পাসকো আইনে মামলা রুজু করে। পরবর্তী সময়ে তদন্তে নেমে হুরুয়া এলাকা থেকে সুকান্ত নাথকে গ্রেফতার করে পুলিশ।
