ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। হাতে সময় মাত্র তিন মাস। তার মধ্যেই ঘোষনা হবে নির্বাচনের নির্ঘণ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে আছে শাসক দল বিজেপি। তাই ইস্যু ভিত্তিক প্রচারে নামছে শাসক শিবির। বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর সর্ব ক্ষেত্রেই প্রাধান্য পাবে নানান ইস্যু। তার জন্য তৈরি হয়েছে রোড ম্যাপও।
প্রদেশ বিজেপি সূত্রের খবর, আসন্ন নির্বাচনে উন্নয়ন ও কাজের নিরিখে ভোট চাইবে গেরুয়া শিবির।দলের কোর কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। বিজেপি লিড সরকার কি কি কাজ করেছে? সাধারন মানুষের কাছে কিভাবে এই সমস্ত সুযোগ সুবিধা পৌঁছেছে? কত শতাংশ মানুষ পেয়েছেন সরকারী প্রকল্পের সুবিধা? এই সংক্রান্ত তথ্য তুলে ধরে প্রচারে নামবে বিজেপি। অর্থাৎ বিজেপি সরকারের জামানায় শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সামাজিক ভাতা থেকে ধান ক্রয়, পানীয় জল থেকে রাস্তাঘাট। সমস্ত ক্ষেত্রের উন্নয়ন তুলে ধরা হবে। মানুষকে বুঝানো হবে ডাবল ইঞ্জিন সরকার অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারী সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিক।
মূলত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সমস্ত বিষয়ের উপর ফোকাস করার জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে। শহর থেকে সমতল,গ্রাম থেকে পাহাড়, সর্বত্রই এই সমস্ত উন্নয়নের ইস্যু নিয়ে ঘরে ঘরে প্রচারের উপর জোর দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় থাকার কারণে রাজ্যের রেল, সড়ক ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা কিভাবে দ্রুত উন্নয়ন হয়েছে? তার পরিসংখ্যানও প্রচারে হাতিয়ার করবে বিজেপি। পাশাপাশি বিজেপির জামানায় রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মুখগুলোও আমজনতার সম্মুখে নিয়ে যাওয়া হবে। এই কারণে বুথ গুলিকে অধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনীতিতে প্রবাদ আছে বুথ দখল মানেই ক্ষমতা দখল। এজন্যই বুথে বুথে সরকারের বিভিন্ন প্রকল্পের ফিরিস্তি তুলে ধরে মানুষকে বুঝিয়ে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাতে চাইছে বিজেপি।
ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই ফরমান পৌঁছে গেছে জেলা থেকে মণ্ডল ও বুথে।প্রতিটি ক্ষেত্রের সভাপতি, সাধারন সম্পাদকরা নিজেদের কমিটির লোকজনকে নিয়ে রূপ রেখা তৈরী করে প্রচার শুরু করবে। আর এই উন্নয়ন ও কাজের নিরিখেই ভোট বাজারে বাজিমাত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।
