কৈলাসহর ডেস্ক,২ সেপ্টেম্বর।
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কৈলাসহর লায়ন্স ক্লাবকে শীততাপ-নিয়ন্ত্রিত নতুন এম্বুলেন্স প্রদান করলেন ৫৩-নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিত সিনহা। মঙ্গলবার সকালে লায়ন্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এম্বুলেন্সটির চাবি তুলে দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, মহকুমা শাসক বিপুল দাস, ক্লাবের প্রাক্তন সভাপতি সুপ্রিয় দেবরায়, বর্তমান সভাপতি প্রানতোষ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এই প্রসঙ্গে বিধায়ক বীরজিত সিনহা বলেন, জরুরি সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার দেওয়া হবে।
