ডেস্ক রিপোর্টার, ১৪ আগস্ট।।
“কংগ্রেস বারবার দেশবিরোধী শক্তির পক্ষ নিয়েছে। সমর্থন করেছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের।কংগ্রেস আমাদের সাহসী জওয়ানদের পাশে দাঁড়ানোর পরিবর্তে অনুপ্রবেশকারীদের পাশে আছে। আর এই অনুপ্রবেশকারীরা ভারতের ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই দল বারবার দেশবিরোধী শক্তিকে আড়াল করেছে।’ বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অসম সফরে এসে একথা বলেছেন তিনি।
মোদী বলেন, অবৈধ অভিবাসীদের বিপদ থেকে দেশকে রক্ষা করার জন্য তিনি একটি ডেমোগ্রাফিক মিশন ঘোষনা করেছিলেন। ঘুর পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোচ্চার হয়েছেন অনুপ্রবেশকারী ইস্যুতে।
অপারেশন সিঁদুরের শেষ হওয়ার পর এটাই ছিলো প্রধানমন্ত্রীর প্রথম আসাম সফর।তিনি এই সফরকে ‘বিশাল সাফল্য’ বলে উল্লেখ করেন। মা কামাক্ষ্যা এবং ভগবান কৃষ্ণকে এই সফরকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরের পর এই আমার প্রথম অসম সফর। মা কামাক্ষ্যার আশীর্বাদে অভিযান সফল হয়েছিল। আজ আমি এই পবিত্র ভূমিতে এসে এক ঐশ্বরিক সংযোগ অনুভব করছি। লালকেল্লা থেকে আমি চক্রধরী মোহনের কথা বলেছিলাম। আজ এই পবিত্র মুহূর্তে আমি আবারও বলতে চাই, জাতীয় নিরাপত্তার জন্য সুদর্শন চক্র সম্পর্কে আমারা দৃঢ় প্রতিজ্ঞ।
