ডেস্ক রিপোর্টার, ২৮ অগাষ্ট।।
গত দু’মাস আগের হিংসা থামলেও এখনও থমথমে অসমের ধুবুরী। অশান্তি এড়াতে সে সময় কড়া পদক্ষেপ করেছিল হিমন্ত বিশ্বশর্মার সরকার। দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই নির্দেশ শুধু রাতের জন্য কার্যকর। এ বার সেই নির্দেশের সময়সীমা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে পুরনো নির্দেশ।
কোকরাঝাড়ের এক অনুষ্ঠানের ফাঁকে ধুবুরীর বিষয় নিয়ে মুখ খোলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানান, দেখামাত্র গুলি করার নির্দেশ প্রত্যাহার করা হয়নি, তা অব্যাহত থাকবে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য যাতে না বাড়ে, সেই কারণে এই পদক্ষেপ।”
হিমন্ত বলেন, ‘‘ধুবুরীতে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না। যে কেউ কঠোর পরিণতির মুখোমুখি হবেন।’’ ধুবুরী আপাতত শান্ত। সাম্প্রতিক সময়ে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। হিমন্ত সেই প্রসঙ্গও উল্লেখ করেন। তবে ভবিষ্যতে যাতে কোনও বড় অশান্তি না হয়, তার জন্যই পুরনো নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
