ডেস্ক রিপোর্টার,১৪মে।।
বিজেপি’র পরিষদীয় দলের বৈঠকে ডা:মানিক সাহাকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা দিতেই ক্ষোভে ফেটে পড়েন রাজ্য মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল।তিনি পরিষদীয় দলের বৈঠকে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন। বেশ কয়েকজন বিধায়ককে মারধরের চেষ্টা করেন। মন্ত্রী ভাগবাব দাসকেও মারধরের চেষ্টা করেন।পরে গোটা বিষয়টি সামাল দেন উপস্থিত নেতৃত্ব।
