কিশোর বর্মন।

ডেস্ক রিপোর্টার,২৪মে।।
ফের কি বড় ঝড় আসছে রাজ্য রাজনীতিতে? আগামী ৪৮ঘন্টার মধ্যেই তা পরিষ্কার হবে।এই সময়ের মধ্যেই ঘোষণা হতে পারে বিজেপি’র রাজ্য সভাপতির নাম।খবর বিজেপি সূত্রের।তার জন্যই মঙ্গলবার রাজ্য সফরে আসছেন প্রদেশ বিজেপি’র প্রভারী বিনোদ শোনকর।। কে হচ্ছেন প্রদেশ বিজেপি’র সভাপতি?বিপ্লব কুমার দেব না কিশোর বর্মন? সভাপতির চেয়ার নিয়ে এই দুই নেতার মধ্যেই শুরু হয়েছে ইঁদুর দৌঁড়। দিল্লির প্রাথমিক খবর, সভাপতির দৌঁড়ে নাকি এগিয়ে রয়েছেন কিশোর বর্মন।তাঁর হাতেই দলের ব্যাটন দিতে চাইছে বিজেপি’র থিঙ্ক-ট্যাঙ্ক। ২৩-র ভোটে মুখ্য প্রচারকের ভূমিকায় থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেব।

প্রদেশ বিজেপি’র সূত্রের খবর, সোমবার রাতে কৃষ্ণনগরস্থিত পার্টি অফিসে বসেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কিশোর।তখন কিশোর বর্মনের রুমের দরজা ছিলো বন্ধ।
এদিন রাজ্য বিজেপির নেতা-বিধায়কদের একটি প্রতিনিধি দল দিল্লি উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। মঙ্গলবারেও আরো একটি টিম যাত্রা করবে দিল্লির উদ্দেশ্যে। কিন্তু কেন? পাওয়া যায়নি কোনো সদুত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *