ডেস্ক রিপোর্টার , ১৪ আগস্ট।।

          স্বাধীনতা দিবসের কয়েক ঘণ্টা আগে বড়সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেল উত্তর জেলার কাঞ্চনপুর। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র সহ গ্রেফতার রাজ্যের নবগঠিত জঙ্গি সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের দুই সদস্য। পুলিশ জানিয়েছে, উত্তর জেলার কাঞ্চনপুর-ভাঙ্গমুন সড়কে হামলার পরিকল্পনা ছিলো জঙ্গিদের।তাদের টার্গেটে ছিলো স্বাধীনতা দিবসের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ধৃত জঙ্গিরা হলো ধনঞ্জয় রিয়াং, বাড়ি অসমের হাইলাখান্দি  ও সদাই নন্দ রিয়াং, বাড়ি দাম ছড়ার কাসকো।ভাঙ্গমুন থানা এলাকার ইডেন লজের সামনে জঙ্গিদের আটক করা হয়। তাদের উদ্দেশ্য ছিলো নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র লুট করা। রাতভর ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ – গোয়েন্দা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *