স্পোর্টস ডেস্ক, ১৩ আগস্ট।।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগে জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাড মাউথ ৪-১ গোলে পরাজিত করে টাউন ক্লাবকে। পুরো ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে ব্লাড মাউথের ফুটবলাররা। তুলনায় দুর্বল টাউন ক্লাব জোর লড়াইয়ের চেষ্টা করলেও নিজেদের দুর্গ রক্ষা করতে পারেনি। ধারাবাহিক ভাবে হজম করে গোল।
ব্লাডমাউথ রাখাল শিল্ডের দুর্দান্ত পারফরম্যান্স করলেও লিগে হতাশ করছে প্রায় প্রতি ম্যাচে। তবে টাউনের বিরুদ্ধে জয় পেয়ে ফের ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে রামনগরের এই ক্লাব।
