ডেস্ক রিপোর্টার, ৬মে।।
ভারত রত্ন সংঘের সম্পাদক দূর্গা প্রসন্ন হত্যা মামলায় গ্রেফতার হওয়ায় বীরচক্র ঘোষকে কলকাতা থেকে রাজ্যে নিয়ে এসেছে পুলিশ।সোমবার দুপুরে তদন্তকারী পুলিশ তাকে নিয়ে এসেছে।ধৃত বীরচক্র ঘোষের বাড়ি ঊষা বাজার ছিনাইহানী এলাকায়। রবিবার রাতে কলকাতা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছিলো রাজ্য পুলিশ। তাকে সোমবারই আদালতে সোপর্দ করেছে পুলিশ।
