ডেস্ক রিপোর্টার, ২১ এপ্রিল।।
নিজের সার্ভিস রাইফেলের গুলিতে গুরুতর জখম হন এক বিএসএফ জাওয়ান। নাম মনি মুণ্ডা। ঘটনা গোমতী জেলার অমৃত পাড়া বিওপিতে। গুলি লাগে জওয়ানের বুকের বা-দিকে। আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় নতুন বাজার হাসপতালে।সেখান থেকে রেফার করা হয় গোমতী জেলা হাসপতালে। শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে নিয়ে আসা হয় আগরতলার জিবি হাসপাতালে। খবর পেয়ে বিএসএফের পদস্থ আধিকারিকরা ছুটে যান জিবি হাসপতালে। বিএসএফের পক্ষ থেকেই এই খবর নিশ্চিত করা হয়েছে।